SSS Online Library

 


সবাইকে SSS অনলাইন লাইব্রেরীতে স্বাগতম 🥀🙏

• সনাতন ধর্মের শাস্ত্র হচ্ছে মূলত অষ্টাদশ মহাবিদ্যা । ৪ বেদ, ৬ বেদাঙ্গ, ৪ উপাঙ্গ ও ৪ উপবেদ; মোট › ৪+৬+৪+৪ = ১৮ ।

এখানে অত্যাবশ্যকীয় ও অনলাইনে প্রাপ্ত সকল শাস্ত্র প্রদান করার চেষ্টা করা হবে । কারণ আমরা বিশ্বাস করি জ্ঞানচর্চাই একমাত্র সত্যকে উপলব্ধি করার একমাত্র পথ আর এই চর্চা নিজেকেই করতে হয় নয়তো বিভ্রান্ত হতে হয় ।

» আজকাল কোন গ্রন্থ ঠিক, কোনটি ভুল এসব নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় সকলের মনে । 
তাই SSS প্রস্তাবিত গ্রন্থগুলোর পাশে ✅ চিহ্ন দেওয়া থাকবে, যেগুলো প্রস্তাবিত নয় কিন্তু কাজ চালানোর জন্য পড়ার উপযুক্ত বা মোটামুটি মানের সেগুলোর পাশে ⚠️ চিহ্ন থাকবে ।


«« ক্যাটাগরি »»







একটি মন্তব্য পোস্ট করুন



ধর্মীয় বাণী/উপদেশ

"দেবী! তুমি স্বাহা, তুমি স্বধা এবং তুমিই বষটকার। স্বরও তোমারই স্বরূপ। তুমিই জীবনদায়িনী সুধা। নিত্য অক্ষর প্রণবের অকার, উকার, মকার-এই তিনমাত্রারূপে তুমিই স্থিত, আবার এই তিন মাত্রা ছাড়া বিন্দুরূপা যে নিত্য অর্দ্ধমাত্রা-যাকে বিশেষরূপে আলাদাভাবে উচ্চারণ করা যায় না, তাও তুমিই। " (শ্রী শ্রী চন্ডীঃ ১/৭৩-৭৪)