ওঁ তৎ সৎ
★মূলনীতি -
সত্যের সন্ধানে সনাতন (SSS) সত্য, চিরন্তন, সর্ব প্রাচীন, অনাদি 'সনাতন' ধর্মের সর্বোচ্চ শিক্ষা তথা মানবতার শিক্ষায় বিশ্বাসী। সত্যের আলো প্রজ্জ্বলন, সত্যের জন্য লড়াই ও মিথ্যার বিনাশ, একতা, বেদাদি অষ্টাদশ বিদ্যার মাধ্যমে প্রকৃত জ্ঞানচর্চায় বিশ্বাসী। SSS সেই জ্ঞানচর্চায় বিশ্বাসী, যা জ্ঞান অর্জনের জন্য সবাইকে অধিকারী হিসেবে বিবেচনা করে এবং যা বিশ্বের প্রকৃত ও একমাত্র সত্য তথা 'ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা' -কে ধারণ করে। [তপ ইতি চ ব্রহ্ম সত্যং জগন্মিথ্যেতি <শুক্ল যজুর্বেদ - নিরালম্ব উপনিষদ - ৩৫(খণ্ডাংশ)>]
★উদ্দেশ্য -
১) সনাতনীদের মধ্যে একতার বীজ বপন করাই আমাদের প্রথম ও প্রধান উদ্দেশ্য। একতা তখনই সম্ভব হবে যখন প্রকৃত জ্ঞানচর্চা চালু হবে কারণ, যে প্রকৃত জ্ঞান অর্জন করে সে সবসময়ই জগতের কল্যাণের জন্য কর্ম করে এমনকি নিঃস্বার্থ পরায়ণ হয়ে শুধু জগতের কল্যাণের জন্যেই নিজেকে উৎসর্গ করে। একারণেই আমরা সত্য জানার উদ্দেশ্যে প্রকৃত জ্ঞানচর্চাকে অধিক প্রাধান্য দিয়ে থাকি এবং সবাইকে যথা সম্ভব জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করে থাকি।
২) আমরা বেদাদি অষ্টাদশ বিদ্যায় বিশ্বাসী, একইসাথে শাস্ত্রবিচারকেও আমরা গুরুত্ব প্রদান করে থাকি। শাস্ত্রোক্ত সকল মত দর্শনকে (যেমন - অদ্বৈতবাদকে তাত্ত্বিক ও দ্বৈত, বিশিষ্টাদ্বৈত সহ অন্যান্য শাস্ত্রোক্ত সকল মত দর্শনকে ব্যবহরিকভাবে) আমরা স্বীকার করি, এমনকি ভারতবর্ষীয় নাস্তিক বা নাস্তিকসম দর্শনকেও আমরা শ্রদ্ধা করি; কারণ জোর পূর্বক নিজের মান্যতা চাপিয়ে দেওয়া 'সত্যের সন্ধানে সনাতন' এর আদর্শ বিরুদ্ধ। আমরা চাই প্রত্যেকে সকল অন্ধ বিশ্বাস ত্যাগ পূর্বক শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্রচর্চা এবং যুক্তি সহকারে বিচার করেই সিদ্ধান্ত গ্রহণ করুক।
৩) আমাদের মত দর্শনের বিরোধী কারোর সঙ্গে আমরা যুক্তি ও প্রমাণ সঙ্গত আলোচনা পূর্বক মীমাংসা ও একাত্মতা বা সমঝোতায় বিশ্বাসী; তবে আলোচনায় নির্ধারিত মিথ্যাকে বর্জন ও সত্যকে গ্রহণ করাই আমাদের কাছে ন্যায় সঙ্গত এবং সর্বোচ্চ বিচার বলে গণ্য হয়।
৪) আমরা সকল প্রকার অধর্মের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। আমাদের নিকট ধর্ম সেটাই যা সর্বদা মানবতাকে সর্বাগ্রে রাখে তবে অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে থাকে। ধর্মের জয় আমাদের মূল লক্ষ্য এজন্য আমরা প্রয়োজনে কিছু আপাত ধর্মও পালন করি যা সনাতন শাস্ত্র সম্মত।
৫) সনাতন পৃথিবীর সর্ব প্রাচীন ধর্ম এবং এই ধর্ম কোনো মনুষ্য প্রণীত নয় অর্থাৎ অনাদি, এই সত্যকে আমরা যেমন ধারণ করি তেমনি যুক্তি ও প্রমাণ সহকারে সবার সম্মুখে এই সত্য উপস্থাপন করতে কুণ্ঠাবোধ করি না।
৬) নিরাকার ব্রহ্ম থেকে, সাকার ঈশ্বরের বিভিন্ন রূপকে আমরা স্বীকার করি এবং প্রাচীন ভারতবর্ষের পঞ্চমতের উপাসক সম্প্রদায়ের আরাধ্যদের মধ্যে একাত্মতা স্বীকার করি। ঈশ্বরের দ্বিবিধ উপাসনা অর্থাৎ, সাকার ও নিরাকার উভয় উপাসনাকেই আমরা সমানভাবে প্রাধান্য দিয়ে থাকি।
৭) জীবে প্রেম যেমন আমরা স্বীকার করি তেমনি বেদ সম্মত সিদ্ধান্ত যজ্ঞে পশু বলি ও অধর্মকে বিনাশ করার লক্ষ্যেও কাজ করি। আমরা পশুবলি স্বীকার করি কিন্তু সেটা নিয়ম পূর্বক হলেই স্বীকৃত, নির্বিচারে পশু বধ বা ভোগ বিলাসের জন্য শুধু পশুবধই নয় সামান্য ফল গ্রহণও অস্বীকার করি অর্থাৎ এক কথায় ভোগ বিলাসকে আমরা সর্বদা অস্বীকার করি।
৮) বর্ণ ব্যবস্থা জন্ম ও কর্ম দুভাবেই আমরা বিশ্বাস করি। জাত-পাত-লিঙ্গ ভেদাভেদ আমাদের আদর্শ নয়। একারণেই আমরা সবাইকে প্রকৃত জ্ঞানচর্চার অধিকারী মনে করি এবং সবার নিকট জ্ঞান দান করি।
৯) আমরা পূর্ব আচার্য্য প্রণীত সিদ্ধান্তকে সর্বদা মেনে চলি, আচার্য্যদের সম্মান করি, সবার আরাধ্যকে এক ঈশ্বরের বিভিন্ন রূপ মনে করি কারণ, বেদের জ্ঞানকাণ্ড সিদ্ধ করেছে '....একমেবাদ্বিতীয়ম....' (খণ্ডাংশ) অর্থাৎ ঈশ্বর এক ও অদ্বিতীয় এবং বেদের অন্য স্থানে রয়েছে '...রূপং রূপং প্রতিরূপ....' (খণ্ডাংশ) অর্থাৎ, সেই এক ও অদ্বিতীয় ঈশ্বর ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হন।
১০) 'সত্যের সন্ধানে সনাতন' একটি অরাজনৈতিক সংগঠন, চিরন্তন, অনাদি ও একমাত্র সত্য ধর্ম তথা সনাতন ধর্মেই আমরা বিশ্বাসী। পৃথিবীতে ধর্ম একটিই রয়েছে আর তা হচ্ছে সনাতন ধর্ম যাকে বৈদিক ধর্ম, আর্য ধর্ম, হিন্দু ধর্ম ইত্যাদি নামেও ডাকা হয় এবং পৃথিবীতে বাকি যা ধর্ম হিসেবে পরিচিত সেগুলো মূলত মতবাদ - এটাই আমাদের সিদ্ধান্ত। একারণে অন্যান্য ধর্ম হিসেবে পরিচিত মতবাদকে সনাতন ধর্মের সঙ্গে সমন্বয় করতে গিয়ে মিথ্যাকে প্রশ্রয় দেওয়া আমাদের নীতি বিরুদ্ধ। আমরা স্বধর্মের পালন ও রক্ষায় সর্বদা ব্রতী কারণ, 'ধর্মো রক্ষতি রক্ষিতঃ'!
সত্যমেব জয়তে🙏
সত্যমেব জয়তে🙏
উত্তরমুছুনসাধুবাদ জানাই আপনাদেরকে
মুছুনধন্যবাদ 🙏 নমস্কার
উত্তরমুছুন