About Us

 ওঁ তৎ সৎ 

"সত্যের সন্ধানে সনাতন" (SSS) একটি অরাজনৈতিক সনাতন ধর্মীয় সংগঠন । 

আমাদের অফিসিয়াল কার্যক্রম শুরু হয় ২০২২ (ইং) সালের ৫ই ফেব্রুয়ারি, বসন্ত পঞ্চমীর দিন । মাতা বীণাপাণির অর্চনার তিথিতে আমাদের কার্যক্রম শুরু করায়, আমাদের বিশ্বাস মায়ের আশীর্বাদ রয়েছে আমাদের সঙ্গে । বিদ্যাদেবীর আশীর্বাদের দরুন সঠিক জ্ঞান অর্জন ও সর্বসাধারণের নিকট সেসকল জ্ঞান পৌঁছে দেওয়াই ছিলো আমাদের প্রথম লক্ষ্য । সঠিক জ্ঞান অর্জন করার মাধ্যমেই এ জগতের সত্যকে উপলব্ধি করা যায় । SSS এর হয়ে যারা যারা কাজ করে যাচ্ছে তাদের প্রায় সকলেই অল্প বয়সী এবং শিক্ষার্থী, তথাপি সর্বোচ্চটা দিয়েই সকলে সত্য প্রচারের জন্য নিজ নিজ কার্য সম্পাদন করে থাকে ।

বর্তমান সময়ে সঠিক ইতিহাস বিলুপ্তপ্রায়, একারণে বীর হিন্দুরা আজ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ । সঠিক ইতিহাস অনুসন্ধান করে পুনরায় সনাতনীদের জাগ্রত করার জন্যেও আমরা চেষ্টা করে যাচ্ছি । এছাড়াও আজকাল সঠিক শাস্ত্র অধ্যয়নের অভাব লক্ষণীয়, ফলস্বরূপ সনাতনীরা ধীরে ধীরে নিজেদের মূল শিকড় থেকে দূরে সরে যাচ্ছে । পুনরায় শেকড়ে ফেরানোর জন্যে, আমরা প্রাচীন ঋষিদের থেকে পরম্পরা অনুযায়ী প্রাপ্ত শাস্ত্রগুলোর সঠিক বিশ্লেষণ করার চেষ্টা করি ও সত্যকে তুলে ধরি । সংস্কৃত, হিন্দি, ইংরেজি ইত্যাদি ভাষায় রচিত আচার্য্য ও পণ্ডিতদের গ্রন্থ অনুবাদ পূর্বক বিশ্লেষণ করা হয় । 

সনাতন ধর্ম এতই গভীর যে ,তা বড় কোনো সাধক না হলে এক জন্মে সম্পূর্ণ  বুঝতে পারবে না । কিন্তু এত মাহাত্ম্যের উপলব্ধি আমরা হারিয়ে ফেলেছি, এর জন্যে যদিও আমরা নিজেরাই দায়ী । আমাদের অনেক সংগঠন রয়েছে কিন্তু, কেহই প্রকৃত সমস্যা কোথায় হচ্ছে তা খুঁজে বের করে না, উল্টো এক সংগঠন অন্য সংগঠনের বিরদ্ধে থেকে গৃহ যুদ্ধ করে যাচ্ছে । একতার অভাবে আমাদের অধঃপতনের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ! তাই, সকল সনাতনীদের একতাও আমাদের একটি বড় লক্ষ্য হিসেবে রয়েছে । আমাদের মত অনুযায়ী, একতা তখনই আসবে যখন সকলে সঠিক জ্ঞান অর্জন করবে, সকল শাস্ত্রকে উপলদ্ধি করবে, সঠিক ইতিহাস জানবে এবং অন্ধ বিশ্বাসকে ত্যাগ করবে । 

সত্যমেব জয়তে 🙏

একটি মন্তব্য পোস্ট করুন



ধর্মীয় বাণী/উপদেশ

"দেবী! তুমি স্বাহা, তুমি স্বধা এবং তুমিই বষটকার। স্বরও তোমারই স্বরূপ। তুমিই জীবনদায়িনী সুধা। নিত্য অক্ষর প্রণবের অকার, উকার, মকার-এই তিনমাত্রারূপে তুমিই স্থিত, আবার এই তিন মাত্রা ছাড়া বিন্দুরূপা যে নিত্য অর্দ্ধমাত্রা-যাকে বিশেষরূপে আলাদাভাবে উচ্চারণ করা যায় না, তাও তুমিই। " (শ্রী শ্রী চন্ডীঃ ১/৭৩-৭৪)